24bangladeshnews.com
ঢাকাবৃহস্পতিবার , ৩ এপ্রিল ২০২৫
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন ও আদালত
  5. আন্তর্জাতিক
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. রাজনীতি
  9. সারাদেশ
  10. হ-ব্রেকিং

জালিয়ারপাড়ে মুক্তিযোদ্ধা পরিবারের স্থাপনার টিন খুলে নিলেন প্রতিপক্ষরা

বার্তা কক্ষ
এপ্রিল ৩, ২০২৫ ৮:০২ অপরাহ্ণ
Link Copied!

জামালপুর সদর উপজেলার মেস্টা ইউনিয়নের জালিয়ারপাড় এলাকায় মুক্তিযোদ্ধা পরিবারের স্থাপনার টিন খুলে নেয়ার অভিযোগ উঠেছে।এই অভিযোগ প্রতিপক্ষ নজরুল ইসলামদের পরিবারের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ঈদ উল ফিতরের পরের দিন ইউনিয়নের জালিয়ারপাড় এলাকায়।মরহুম বীর মুক্তিযোদ্ধা স্ত্রী রফিকুল ইসলাম গাধুর স্ত্রী বলেন,আমার সন্তানরা সদর উপজেলার হাসিল পাড়িল মৌজার আরওআর ২৬৭৫ নং দাগের জমিতে বিগত ২০২২ সালে টিনের স্থাপনায় একটি চৌচালা ঘর নির্মান করেন। পরে এ নিয়ে প্রতিপক্ষ নজরুল ইসলামরা ওই জমিখানি তাদের নিজেদের দাবি করে ওই সময়ে নারায়নপুর পুলিশ তদন্ত কেন্দ্রে অভিযোগ দেন। এতেও তারা ক্ষান্ত নাহয়ে গেল ঈদ উল ফিতরের পরের দিন দিবালোকে নজরুল ইসলামরা সংবদ্ধ হয়ে টিন সেট স্থাপনার টিন খুলে নেন।ভোক্তভোগি পরিবার এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। এ ব্যাপারে মুক্তিযোদ্ধা সন্তান লাভলু মিয়া বলেন,বিবাদমান জমিখানি  ১৯৯৬ সালে নজরুল ইসলামের পিতা ইজ্জত আলী আমার বাবা রফিকুল ইসলাম গাধুর নিকট বিক্রি করে দেন তারা অহেতুক দাবি করছে জমিটুকু।
এ ব্যাপারে অভিযুক্তের সহোদর ভাই লেবু মিয়া বলেন,জমিখানি প্রকৃত পক্ষে আমাদের।লাভলুদের সঙ্গে আমাদের বিভিন্ন মামলা সংক্রান্ত বিষয় নিয়ে ঝামেলা চলে আসায় জমিখানি তারা দীর্ঘদিন যাবৎ দখলে নিয়েছিলেন,এখন আর তা হতে দেবনা। এ ব্যাপারে এলাকাবাসির একজন মহিলা,নাম প্রকাশে অনিচ্ছুক তিনি বলেন,প্রকৃপক্ষে জমিখানা এলাকার উজির মন্ডলের,তিনি জমিটুকি এমনিতেই ওদের দান করেছিল,এখন এই জমি নিয়ে খুনাখুনি,মামলা মোকদ্দমা চলছে।পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি