জামালপুর ইসলামপুর নোয়ারপাড়া ইউনিয়নে ১ এপ্রিল ২৫ইং মঙ্গলবার উপজেলা বিএনপির সহ-সভাপতি ও নোয়ার পাড়া ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মনির আহমেদ পলাশ ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক লিটন ঢালীসহ স্থানীয় কিছু সংখ্যক বিএনপি ও আওয়ামী লীগ নেতার নেতৃত্বে ঈদ আনন্দ মেলার নামে জুয়া ও অশ্লীল নৃত্য প্রদর্শনীর আয়োজন করা হয়।

এতে যৌথবাহিনী এলাকার জনগণের সহায়তায় অভিযান চালিয়ে তিন নারীসহ ৩৮ জনকে গ্রেফতার করে অভিযান শেষে জানা যায় সেখানে এক ব্যক্তি নিখোঁজ ছিল পরদিন নদী থেকে তার লাশ উদ্ধার করা হয় মৃত ব্যক্তির পরিচয় চানমিয়া তিনি মাহমুদপুর এলাকার বাসিন্দা। এই ঘটনায় ইসলামপুর উপজেলার জনগণের মাঝে বিএনপির ভাবমূর্তি ব্যাপকভাবে ক্ষুন্ন হয়েছে। জনগণ ও নেতাকর্মীর মাঝে কথিত আছে যে অতীতেও এ ধরনের অনৈতিক কর্মকান্ডে উপজেলা বিএনপি’র সভাপতি সুলতান মাহমুদ বাবু ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাবের প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতা রয়েছে এসব কর্মকান্ড থেকে তারা অর্থনৈতিক সুবিধা গ্রহণ করে থাকেন তাই এলাকার জনগণ ও বিএনপির নেতাকর্মীরা দলীয় ভাবমূর্তি পুনরুদ্ধারে অপকর্মে জড়িত এ সকল নেতাকর্মীর বিরুদ্ধে দ্রুত সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য জোর দাবি জানিয়েছেন। ইতিপূর্বেও তাদের বিরুদ্ধে চাঁদাবাজি জমি দখল অবৈধ বালু উত্তোলনসহ সাধারণ মানুষকে হয়রানিমূলক মামলা-বাণিজ্যের অভিযোগ রয়েছে।