24bangladeshnews.com
ঢাকাশনিবার , ৫ এপ্রিল ২০২৫
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন ও আদালত
  5. আন্তর্জাতিক
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. রাজনীতি
  9. সারাদেশ
  10. হ-ব্রেকিং
আজকের সর্বশেষ খবর

ইসলামপুরে সনাতন ধর্মাবলম্বীদের অষ্টমী স্নানোৎসবে পুণ্যার্থীর ঢল

বার্তা কক্ষ
এপ্রিল ৫, ২০২৫ ১:১৪ অপরাহ্ণ
Link Copied!

জামালপুরের ইসলামপুরে ব্রহ্মপুত্র নদে পাপ মোচনের উদ্দেশ্যে সনাতন ধর্মাবলম্বীদের অষ্টমী স্নান শুরু হয়েছে।

শনিবার (০৫ এপ্রিল) বীর উত্তম খালেদ মোশারফ ব্রিজ সংলগ্ন পাইলিং ঘাট এলাকায় ভোর থেকে অষ্টমী স্নান শুরু করেছে হাজারো পুণ্যার্থী।
চৈত্র মাসের অষ্টমী তিথিতে হিন্দু ধর্মাবলম্বীরা পাপ মোচনের জন্য প্রতিবছর ব্রহ্মপুত্র নদে পূর্ণ্যস্থান সম্পন্ন করেন।

উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শাহ্ আবীর আহম্মেদ বিপুল মাস্টার বলেন বিখ্যাত মনীষী জালাল উদ্দীন রুমি বলেছেন হিন্দু মরলে যে কাঁদে সে হিন্দু, মুসলিম মরলে যে কাঁদে সে মুসলমান আর উভয়ই মরলে যে কাঁদে সে মানুষ। সনাতন ধর্মাবলম্বী ভাইয়েরা আমার হৃদয়ের অংশ। আপনার ভালো থাকলে আমরা আনন্দিত হই আপনারা কষ্ট পেলে আমরা ব্যথিত হই। আপনাদের ধর্মীয় উৎসব শান্তিপূর্ণ ও ভয়ডরহীন আনন্দময় হোক।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা হিন্দু কল্যাণ ট্রাস্টের সাবেক সভাপতি নারায়ণ কর্মকার, সাধারণ সম্পাদক পলাশ বন্দ, গৌড় নিতাই আশ্রম হরিসভা মন্দিরের সহ-সভাপতি রিপন বন্দ, ইসলামপুর থানার এসআই প্রদীপ, এএসআই মোশারফ হোসেন, ফায়ার সার্ভিসের সেকেন্ড অফিসার লিডার মাজহারুল ইসলাম, ইসলামপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাফিজ লিটনসহ আরো অনেকে।

অষ্টমী স্নান নির্বিঘ্ন করতে পুলিশ, ফায়ার সার্ভিস সদস্যসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা সদস্যরা নিরাপত্তা দায়িত্ব পালন করেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি