জামালপুরের ইসলামপুরে এসএসসি পরিক্ষা চলাকালিন সময়ে ইসলামপুর উচ্চ বিদ্যালয় পরিক্ষা কেন্দ্রের গেইটে ১৪৪ দ্ধারা ভঙ্গ করে ফটোকপির দোকান খোলা রাখায় মোবাইল কোর্টের মাধ্যমে দুজন কে থানায় সোর্পদ ও আজজি কম্পিউটার নামের একটি ফটোকপির দোকান সিলগালা করা করা হয়েছে । আটকৃত দুজন মেলান্দহ উপজেলার আমবাড়িয়া গ্রামের বকুল শেখের ছেলে মো: জুয়েল, অপরজন ইসলামপুর মধ্য দরিয়াবাদ এমদাদুল হকের ছেল মো:মিজানুর রহমান। উক্ত কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মো: তৌহিদুর রহমান,এসময় ইসলামপুর থানা পুলিশ উপস্থিত ছিলেন।উপজেলা নির্বাহী অফিসার মো: তৌহিদুর রহমান বলেন,সারাদেশের ন্যায় ইসলামপুরে এসএসসি পরিক্ষা চলমান রয়েছে, পরিক্ষা শান্তিপূর্ণ ভাবে পরিচালনার জন্য আমরা প্রত্যেক টা কেন্দ্র পরিদর্শন করেছি। নকল মুক্ত পরিবেশ ও শান্তি পূর্নভাবে পরিক্ষা সম্পন্ন করার ক্ষেত্রে সরকারের আইন বিধি মেনে চলার জন্য সকলের সহযোগিতা কামনা করেন। তিনি আরও বলেন ১৪৪ দ্বারা ভঙ্গ করলে বিধি অনুযায়ী শাস্তির ব্যবস্থা করে হবে।