জামালপুরের ইসলামপুরে ফসলি জমি জবর দখলের প্রতিবাদে মানববন্ধন করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।
উপজেলার নোয়ারপাড়া কাঠমা কৃষ্ণনগর এলাকায় ৫,শত একর ফসলিয় জমি দখলের প্রতিবাদে ঘন্টাব্যাপী মানববন্ধনে অংশ নেয় ভূমির প্রকৃত মালিক ও এলাকাবাসী।
১০এপ্রিল (বৃহস্পতিবার) দুপুরে নোয়ারপাড়া কাঠমা কৃষ্ণনগর যমুনা নদীর পাড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য দেন, বাদল আকন্দ,রেজাউল করিম, হুমায়ুন কবির, জহুরুল মেম্বার, আসাদ মাস্টার সহ অনেকেই।
বক্তাদের অভিযোগ তারা বলেন ,সাপধরী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন, রমিজ উদ্দিন,আব্দুল হামিদ হেকমত আলী সহ একটি ভূমিদস্যু চক্র কৃষ্ণনগর চরের প্রায় পাঁচশত একর ফসলি জমি জবর দখল করে রেখেছে, দখলকৃত ভূমি প্রকৃত ভূমির মালিকদের ফিরিয়ে দিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা।
জমির দখলের পায়তারা করার বিষয়ে সাপধরী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীনের মুঠোফোনে একাধিক বার যোগাযোগ করা বা খুদে বার্তা পাঠিয়েও তাকে পাওয়া যায়নি। এবং অভিযুক্ত অন্যান্য ব্যক্তিদের কেউ পাওয়া যায়নি।