জামালপুরের ইসলামপুর থানা প্রশাসনের উদ্যোগে বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২০ এপ্রিল) বিকালে উপজেলার গুঠাইল বাজার কাচারি মাঠে অনুষ্ঠিত বিট পুলিশিং মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল্লাহ সাইফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন,মাদক, জুয়া, ইভটিজিং, নারী নির্যাতন, বাল্যবিবাহ, অশ্লীলতা জঙ্গিবাদ ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে সামাজিক ঐক্য গড়ে তোলার বিকল্প নেই। যেকোন অপরাধের বিরুদ্ধে সামাজিক ভাবে প্রতিহত করার আহ্বান জানান তিনি।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি