জামালপুর ইসলামপুরে পাথর্শী ইউনিয়নের বড় দেলীরপাড় গ্রামের মৃত তমেজ প্রধানের ছেলে সমেজ উদ্দীন (৫৫) নামের এক ব্যাক্তির লাশ উদ্ধার করেছে ইসলামপুর থানা পুলিশ। উপজেলার টেলিফোন এক্সচেঞ্জ, অডিটোরিয়াম ও সাবরেজিস্টার অফিস সংলগ্ন কালভার্টের নিচ থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করে। ২২/০৪/২০২৫ তারিখ মঙ্গলবার সকাল আনুমানিক ০৯.৪৫ঘটিকায়।
নিহতের মেয়ে সুমি আক্তার জানান, ২১/০৪/২০২৫ সোমবার বিকালে ৫.৩০ ঘটিকার সময় ভিকটিম সমেজ উদ্দিন বাড়ি হতে কোমরের ব্যাথার জন্য ইসলামপুর মর্ডান ফিজিওথেরাপি এন্ড রিহ্যাবিলিটেশন সেন্টার আসে এবং ফিজিওথেরাপি শেষ করে ৭.৩০টায় চলে যায়।
এ বিষয়ে ইসলামপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল্লাহ সাইফ জানান লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি