গাজীপুরের শ্রীপুরে এক বিএনপির নেতার ফেনসিডিল সেবনের ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটিতে দেখা যায়, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শেখ মারুফ আহম্মেদ একটি নিরিবিলি কক্ষে বসে ফেনসিডিল সেবন করছেন।
তবে ভিডিওর বিষয়ে জানতে চাইলে তিনি জানান, তার সহকর্মী তাকে কাশির ওষুধ হিসেবে ফেনসিডিল দিয়েছিলেন এবং তিনি সেটি পান করেছেন।
পৌর বিএনপির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন বেপারী জানায়, ভাইরাল হওয়া ভিডিওতে থাকা ব্যক্তিটি মারুফ আহমেদ। তৎকালীন সভাপতি কাজী খানের মৃত্যুর পর পদাধিকার বলে ভারপ্রাপ্ত সভাপতি হন তিনি।
শ্রীপুর উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ শাহজাহান ফকির জানান, তিনি এ বিষয়ে অবগত নন, তবে যদি এমন কিছু ঘটে থাকে, তবে জেলা কমিটিই তার বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নিতে পারে।
গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যসচিব ব্যারিস্টার চৌধুরী ইসরাক আহমেদ জানান, তিনি এ বিষয়ে কিছু জানে ন না। তবে বিষয়টি তার নজরে আসলে দলীয় ব্যবস্থা নেওয়া হবে।