24bangladeshnews.com
ঢাকাবৃহস্পতিবার , ১ মে ২০২৫
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন ও আদালত
  5. আন্তর্জাতিক
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. রাজনীতি
  9. সারাদেশ
  10. হ-ব্রেকিং

জামালপুর ইসলামপুরে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত

বার্তা কক্ষ
মে ১, ২০২৫ ৪:৩২ অপরাহ্ণ
Link Copied!

জামালপুরের ইসলামপুর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র উদ্দ্যেগে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার ইসলামপুর উপজেলা অডিটোরিয়ামের সামনে থেকে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে ও উপজেলা বিএনপির সভাপতি সুলতান মাহমুদ বাবুর নেতৃত্বে শোভাযাত্রা বের হয়ে শহরের প্রদক্ষিণ করে থানা মোড় বটতলায় সংক্ষিপ্ত সমাবেশে অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নবাব, সাংগঠনিক সম্পাদক আবির আহমেদ বিপুল, পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম ঢালী,সাধারণ সম্পাদক জাকির হোসেন,উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক নাজিম হোসেন নোমান, উপজেলা যুবদলের আহ্বায়ক হেলাল, যুগ্ম আহবায়ক মাহফুদুজ্জামান লুলু,উপজেলা মহিলা দলের সভাপতি সুলেখা, পৌর শ্রমিক দলের আহ্বায়ক লাভলু প্রমূখ বক্তব্য রাখেন। বক্তারা বলেন, বিএনপি সবসময় শ্রমিকদের ন্যায্য দাবি আদায় ও  শ্রমের মর্যাদা রক্ষায় আপোষহীন সংগ্রাম করে এসেছে। শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় দলটি প্রতিশ্রুতি বদ্ধ  ছিল, আছে এবং থাকবে। এতে জেলা ছাত্রদলের নেতা মাহমুদুল হাসান,হাসমত,উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাকিল আহমেদ পাপনসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উপজেলা ও ইউনিয়নের নেতাকর্মী অংশ নেয়।
অপরদিকে দুপুরে বিএনপির চেয়ারপার্সন উপদেষ্টা এএসএম আঃ হালিম গ্রুপ  সমর্থিত শ্রমিক দলের উদ্দ্যোগে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। সরকারী ইসলামপুর কলেজ থেকে শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিন করে পৌর শহরের বটতলা চত্তরে পথসভা অনুষ্ঠিত হয়। শ্রমিক দলের সাবেক সভাপতি আজিজ প্রধানের সভাপতিত্বে এতে বিএনপির চেয়ারপার্সন উপদেষ্টা এএসএম আঃ হালিম,জেলা বিএনপির সহ সভাপতি নবী নেওয়াজ খান লোহানী বিপুল,পৌর বিএনপির সাবেক সভাপতি জয়নাল আবেদীন সরকার,উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক জাকিউল ইসলাম তিব্বত,শফিক সেলিম,ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক সোহাগ খান লোহানী প্রমূখ বক্তব্য রাখেন।
এছাড়াও বাংলাদেশ জামায়াতে ইসলাম,বাংলাদেশ ক্ষেত মজুর সমিতি শ্রমিক দিবস উপলক্ষে শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি