জামালপুরে ডিবির অভিযানে ৫০ পিস ইয়াবা সহ ছুলমান আলী@ছুরমান(৩২) ও রোকনুজ্জামান@রুবেল(২৪) নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জামালপুর ডিবি পুলিশ।
জানাযায়, ছুলমান কুড়িগ্রাম জেলার চর রাজিবপুর উপজেলার রাজিবপুর ইউনিয়নের ধোলাউরি দক্ষিন পাড়া এলাকার মোঃ আজমত আলীর ছেলে ও রুবেল দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের সোনাকুড়া পশ্চিমপাড়া (জামান বাড়ি) এলাকার মরহুক আর বি সুরুজ্জামান(মাষ্টার) এর ছেলে।
শুক্রবার(১৩ জুন) দুপুরে জামালপুর ডিবির ওসি মো: নাজমুস সাকিব বিষয়টি নিশ্চিত করেছেন।
এ সময় তিনি সাংবাদিকদের জানান, জামালপুরে জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম সেবার নির্দেশনায় প্রতিনিয়ত মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসছে ডিবি পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোঃ আসাদুজ্জামান এর নেতৃত্বে ডিবি-১ এর চৌকশ অভিযানিক একটি দল গত বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫ টায় দেওয়ানগঞ্জ থানার ডাংধরা ইউনিয়নের সোনাকুড়া এলাকার মোঃ মতিউর রহমানের বসতবাড়ির বাহিরের উঠান থেকে ৫০(পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট সহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে ।
তিনি আরোও জানান, তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে দেওয়ানগঞ্জ মডেল থানায় হস্তান্তরের পর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে ।