দেশব্যাপী চলমান ‘অপারেশন ডেভিল হান্ট’ এর অংশ হিসেবে জামালপুরের ইসলামপুরে আওয়ামী লীগের একজন নেতাকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার মধ্যরাতে ইসলামপুর থানার একটি দল ১২ নং চরগোয়ালিনী ইউনিয়নের ডিগ্রীচর গ্রামে অভিযান চালিয়ে উপজেলা আওয়ামী লীগের সদস্য ও ওই ইউনিয়নের চেয়ারম্যান মোঃ শহীদুল্লাহ-কে নিজ বাড়ি থেকে আটক করে। তিনি মৃত এমদাদুল হকের ছেলে।
পুলিশ জানায়, আটককৃত শহীদুল্লাহকে ইসলামপুর থানার ০৮ নং মামলা (তারিখ: ১৭/১২/২০২৪) এর বিপরীতে গ্রেফতার দেখানো হয়েছে।
ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আ ফ ম আতিকুর রহমান বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর বৃহস্পতিবার আদালতের পাঠানো হয়।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি