কুড়িগ্রামের রাজিবপুর থানা পুলিশ বিশেষ মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (১৮ আগস্ট) দিবাগত রাতে রাজিবপুর উপজেলার বোয়ালমারি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—জামালপুর জেলার বোলাকীপাড়া এলাকার মফহাদ আলীর ছেলে মোহাম্মদ আলী (৩৬) এবং রৌমারী উপজেলার খেওয়চরচর এলাকার হাসেম আলীর ছেলে শাহিন হাসান।
রাজিবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম জানান, এ ঘটনায় মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের সোমবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি