24bangladeshnews.com
ঢাকাশনিবার , ২০ সেপ্টেম্বর ২০২৫
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন ও আদালত
  5. আন্তর্জাতিক
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. রাজনীতি
  9. সারাদেশ
  10. হ-ব্রেকিং
আজকের সর্বশেষ খবর

জামালপুরে মহানবী (সা.) কে কটূক্তির অভিযোগে একজন আটক

সৈয়দ এনামুর রকিব (ইসলামপুর) জামালপুর
সেপ্টেম্বর ২০, ২০২৫ ৭:০৬ অপরাহ্ণ
Link Copied!

জামালপুর জেলার দেওয়ানগঞ্জে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে কটূক্তির অভিযোগে মো. মজনু মিয়া (৪৩) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তিনি চরভাঙ্গা গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে এবং দেওয়ানগঞ্জ উপজেলার ৫ নং বাহাদুরাবাদ ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের শ্রমিক দলের সহ-সভাপতি বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মজনু মিয়া মহানবী (সা.)-এর পারিবারিক ও বৈবাহিক জীবন নিয়ে অবমাননাকর মন্তব্য করেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। মৌখিক অভিযোগের ভিত্তিতে দেওয়ানগঞ্জ মডেল থানা পুলিশ তাকে আটক করে।

ঘটনার পর হেফাজতে ইসলাম বাংলাদেশ দেওয়ানগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি আক্তারুজ্জামান এর নেতৃত্বে আলেম-ওলামাদের একটি প্রতিনিধি দল থানায় গিয়ে ওসি তদন্তের সঙ্গে সাক্ষাৎ করেন। তারা আটককৃত ব্যক্তির সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

এদিকে, এ ঘটনাকে কেন্দ্র করে যে কোনো সময় বিক্ষোভ মিছিল কিংবা অবরোধ কর্মসূচি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি