জামালপুরে খাদ্যবান্ধব কর্মসূচির প্রথম প্রান্তিকের চাল বিতরণ শুরু করেছে জেলা খাদ্য বিভাগ।বৃহস্পতিবার সকালে জামালপুর সদর উপজেলার বিনন্দের পাড়া মোড়ে এই কর্মসূচির উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক ইফতেখার ইউনুস।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন জেলা খাদ্য নিয়ন্ত্রক আসাদুজ্জামান খান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জিনাত শহীদ পিংকি ও উপজেলা খাদ্য কর্মকর্তা আইমান বিনতে ফেরদৌস।
জেলা খাদ্য নিয়ন্ত্রক আসাদুজ্জামান খান জানান, দরিদ্র ও নিন্ম আয়ের মানুষকে খাদ্য সহায়তার আওতায় ১৫ টাকা কেজি ধরে চাল বিতরণ শুরু হলো। একজন ব্যক্তি প্রতিমাসে মাসে ৩০ কেজি চাল পাবে এই কর্মসূচির আওতায়। সদর উপজেলার ৬৩ টি পয়েন্টেসহ জেলার সাতটি উপজেলার ২৮৬ জন ডিলারের মাধ্যমে ১ লাখ ৪৮ হাজার ৪০৯ জন ব্যক্তি ১৫ টাকা কেজি ধরে চাল কিনতে পারবেন।
প্রথম প্রান্তিকে মার্চ-এপ্রিল এবং দ্বিতীয় প্রান্তিকে সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর মাসে এই কর্মসূচি চলমান থাকবে।
এছাড়াও আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে ভিজিএফ কর্মসূচির আওতায় জেলার সাতটি উপজেলায় ৩ লাখ ৮১ হাজার ৪৪ টি পরিবার বিনামূল্য ১০ কেজি করে চাল সহায়তা পাবেন।