জামালপুর জেলার ইসলামপুর উপজেলার চিনাডুলী ইউনিয়নের আমতলী বাজার এলাকায় একটি পরিত্যক্ত ভাড়াবাড়ি থেকে মাসুদুল হাসান অটল মিয়া (৩৫) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২২ আগস্ট) সকাল আনুমানিক ৯টা ৫০ মিনিটে এ ঘটনা ঘটে। স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
মৃত অটল মিয়া ইসলামপুর উপজেলার চিনাডুলী ইউনিয়নের আমতলী গ্রামের মৃত সোনা মিয়ার ছেলে।
ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আ ফ ম আতিকুর রহমান জানান, পারিবারিক কলহের জেরে অটল আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তিনি আরও জানান, মৃত ব্যক্তি একটি চিরকুট লিখে গেছেন, যা আত্মহত্যার প্রমাণ হিসেবে ধরা হচ্ছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি