জামালপুরের ইসলামপুর উপজেলার গঙ্গাপাড়া কালীবাড়ী বিলে পানিতে ডুবে হাফিজুর (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি ইসলামপুর উপজেলার শংকরপুর গ্রামের মোঃ জহিরুলের ছেলে।
রবিবার (১৭ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, হাফিজুর তার নানীর বাড়ি পশ্চিম বেঙ্গুরা থেকে কালীবাড়ী বিলে ঠেলা জাল দিয়ে মাছ ধরতে যায়। সাঁতার না জানায় তিনি পানিতে ডুবে যান।
এ সময় তার সঙ্গে থাকা মামাতো ভাই রকিব (১২) বাড়িতে গিয়ে বিষয়টি জানালে স্বজনরা ঘটনাস্থলে ছুটে আসে এবং ফায়ার সার্ভিস ও ইসলামপুর থানা পুলিশকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও পুলিশ স্থানীয়দের সহযোগিতায় বিকেল সাড়ে ৪টার দিকে হাফিজুরের মরদেহ উদ্ধার করে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানায়।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি