24bangladeshnews.com
ঢাকারবিবার , ১৭ আগস্ট ২০২৫
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন ও আদালত
  5. আন্তর্জাতিক
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. রাজনীতি
  9. সারাদেশ
  10. হ-ব্রেকিং
আজকের সর্বশেষ খবর

জামালপুরের ইসলামপুরে পানিতে ডুবে যুবকের মৃত্যু

সৈয়দ এনামুর রকিব (ইসলামপুর) জামালপুর
আগস্ট ১৭, ২০২৫ ৭:১৯ অপরাহ্ণ
Link Copied!

জামালপুরের ইসলামপুর উপজেলার গঙ্গাপাড়া কালীবাড়ী বিলে পানিতে ডুবে হাফিজুর (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি ইসলামপুর উপজেলার শংকরপুর গ্রামের মোঃ জহিরুলের ছেলে।

রবিবার (১৭ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, হাফিজুর তার নানীর বাড়ি পশ্চিম বেঙ্গুরা থেকে কালীবাড়ী বিলে ঠেলা জাল দিয়ে মাছ ধরতে যায়। সাঁতার না জানায় তিনি পানিতে ডুবে যান।

এ সময় তার সঙ্গে থাকা মামাতো ভাই রকিব (১২) বাড়িতে গিয়ে বিষয়টি জানালে স্বজনরা ঘটনাস্থলে ছুটে আসে এবং ফায়ার সার্ভিস ও ইসলামপুর থানা পুলিশকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও পুলিশ স্থানীয়দের সহযোগিতায় বিকেল সাড়ে ৪টার দিকে হাফিজুরের মরদেহ উদ্ধার করে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানায়।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি