ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন (ফারিয়া) এর নতুন কমিটি গঠন করা হয়েছে।
নতুন কমিটির সৌজন্যে বকশীগঞ্জে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকালে (১৯ মার্চ) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মিলনায়তনে ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন জামালপুর জেলার সিভিল সার্জন ডা. মোহাম্মদ আজিজুল হক। এর আগে ফারিয়ার নতুন কমিটি ঘোষণা করা হয়।
ইফতার পূর্ব আলোচনা সভায় নবগঠিত ফারিয়ার উপজেলা সাধারণ সম্পাদক শাহরিয়ার মুকুলের সঞ্চালনায় এসময় ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আসমা লাবনী, সহকার সার্জন ডা. নুজহাত আফরিন, ডা. মাইনুল ইসলাম, ডা. সয়োয়ার জাহান রুবেল, ফারিয়ার বকশীগঞ্জ উপজেলা শাখার সভাপতি আবদুল মালেক, সহসভাপতি শাহীন, সহসভাপতি অঞ্জন সাহা, যুগ্ন সাধারণ সম্পাদক ইলিয়াছ, সাংগঠনিক সম্পাদক মনির মিয়া, দপ্তর সম্পাদক আলাল উদ্দিন, প্রচার সম্পাদক লুতফর রহমান, কোষাধ্যক্ষ প্রাঙ্গন ও ধর্ম বিষয়ক সম্পাদক নুরুজ্জামান, এসকেএফ কোম্পানির প্রতিনিধি খোকন ।
পরে সিভিল সাজর্ন ডা. মোহাম্মদ আজিজুল হককে ক্রেষ্ট তুলে দেন ফারিয়ার নেতৃবৃন্দ। ইফতার ও দোয়া মাহফিলে নবগঠিত ফারিয়ার সকল সদস্য ও হাসপাতালের স্টাফরা উপস্থিত ছিলেন।