জামালপুরের মেলান্দহ উপজেলার দুরমুঠ ইউনিয়নের চার নাম্বার ওয়ার্ড এর বীর হাতীজা গ্রাম এবং ইসলাপুর পৌরসভার এক নাম্বার ওয়ার্ড এর উত্তর দড়িয়াবাদ গ্রামের স্থানীয় বাসিন্দা এবং যুব সমাজের উদ্যোগে এই অভিযান চালানো হয়।
এলাকাবাসীদের কাছ থেকে জানা যায় দুরমুঠ ইউনিয়নের ৪ নাম্বার ওয়ার্ডের বিরহাতিজা গ্রামের মোঃ জিন্নার ছেলে মো: আক্তার আলী (দাদু)৩৫ দীর্ঘ দিন থেকে মাদক ব্যবসার সাথে জড়িত আছে।
অল্প বয়সী তরুণ এবং স্কুল পড়ুয়া ছাত্রদের কাছে মাদক বিক্রি করে যুব সমাজ নষ্ট করছে।
একাধিকবার এলাকাবাসী তাকে এই ব্যবসা বাদ দিতে বলে, এবং কি এলাকাবাসীর উদ্যোগে তাকে রিক্সা কিনে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হলে তাতে না মত পোষণ করে মাদক ব্যবসায়ী মোঃ আক্তার আলী (দাদু)
পরবর্তীতে স্থানীয় এলাকাবাসী তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন সাক্ষাৎকারে সে ঐ এলাকার আরো কিছু মাদক ব্যবসায়ী নাম বলে থাকেন তারাও মাদক বিক্রি করে তরুণ সমাজকে ধ্বংসের মুখে ফেলে দিচ্ছে।
এবং কি এলাকাবাসীরা এই বিষয়ে আইনের সুব্যবস্থা গ্রহণের আশা করছেন।
এলাকা বাসীদের থেকে আরো জানা যায় যে অন্যান্য এলাকা থেকে তরুণরা এসে মোঃ আকতার আলী (দাদু) এর থেকে মাদক দ্রব্য ক্রয় করে পাইলিং ঘাট এবং ব্রিজের নিম্নবর্তী জায়গায় মাদকদ্রব্য সেবন করে থাকে।
এই বিষয়ে মো: আক্তার আলীর স্ত্রীর কাছে জানতে চাইলে সে বলে একাধিকবার তাকে বারণ করা হলেও সে মানতে রাজি হন না।
এ বিষয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা জানিয়েছেন অতি শীঘ্রই মো: আক্তার আলীকে নিয়ে এলাকাভিত্তিক বৈঠক করা হবে তাতেও কাজ না হলে স্থানীয় থানায় তার নামে অভিযোগ প্রদান করা হইবে।