জামালপুরের ইসলামপুর উপজেলার পৌর নির্বাচনে মো: জয়নাল আবেদীন সরকারকে মেয়ের হিসেবে দেখতে চাচ্ছে ইসলামপুর উপজেলার সর্বস্তরের জনগণ।
তিনি বর্তমান জামালপুর জেলা বিএনপির , বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক,
এবং ইসলাপুর পৌর বিএনপির সাবেক তিন বারের সফল সভাপতি।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাথে সে বহু বছর থেকেই জড়িত, নিঃস্বার্থ ভাবে ভালোবেসে যাচ্ছে ইসলামপুরের অগুনতি মানুষকে।
কর্মসংস্থান ব্যবস্থা দিক থেকেও পিছিয়ে নেই তিনি অগুনতি মানুষ কর্মস্থল হয়েছে তার মাধ্যমে।
জানা যায় দিনের অধিকাংশ সময়ি তিনি ব্যায় করছেন সাধারণ জনগণ ও হতদরিদ্র মানুষের পাশে থেকে।
সাধ্য মতন চেষ্টা করছেন দরিদ্রদের চিকিৎসা, খাদ্য ও বস্র দিয়ে।
নানান মিটিং মিছিলেই প্রকাশ পায় মো: জয়নাল আবেদীন সরকারের প্রতি নেতাকর্মী ও জনগণের ভালোবাসা।
তার কাছথেকে জানা যায় জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব মো: তারেক রহমানের কাছে ভালোবাসা ও মনোনয়ন প্রত্যাশী।
এই নিয়ে ইসলামপর পৌর জনগনের প্রানের দাবি মো: জয়নাল আবেদীন সরকারকে ইসলামপুরের পৌর নির্বাচনে নির্বাচিত মেয়র হিসেবে দেখা ও তার পাশে দাড়ানো।