জামালপুরের ইসলামপুরে অভিযান চালিয়ে ইয়াবাসহ বাবু মিয়া (২৩) নামের এক মাদক কারবারীকে ইয়াবা ট্যাবলেট সহ আটক করেছে যৌথ বাহিনীর। ওই মাদক কারবারী পৌর এলাকার গাওকুড়া গ্রামের সোনালী শেখের পুত্র।
গোপন সংবাদের ভিত্তিতে, ১৭ জুলাই বৃহস্পতিবার বিকালে পৌর শহরের বিজয় চত্তর এলাকা অভিযান চালায় যৌথ বাহিনী। এ সময় ওই যুবককে সন্দেহ হলে তার দেহ তল্লাশি করে ৬৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ইসলামপুর থানা অফিসার ইনচার্জ আ.স.ম আতিকুর রহমান জানান,আটক মাদক কারবারীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা প্রত্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি