ধর্মকুড়া বাজারে পুরানো ‘হার্ডওয়ার ব্যবসায়ী’ আলম শেখ (৫৩)মারা গেছেন। বুধবার সকাল ৬:৩০ মিনিটের সময় ধর্মকুড়া থেকে ইসলামপুর হাসপাতালে নেওয়ার পথে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান।
আলম শেখ (৫৩) রোহারকান্দা গ্রামের মরহুম চিকরু শেখের ছেলে। তার বাবা দীর্ঘদিন ধর্মকুড়া বাজারে হার্ডওয়ার ব্যবসা করেছেন। বাবার অনুপ্রেরণায় আলম শেখ রোহারকান্দা গ্রাম থেকে ধর্মকুড়া বাজারে বাবার হার্ডওয়ার ব্যবসায় সহযোগীতা করতেন।
চিকরু শেখ মারা যাওয়ার পর আলম শেখ
বাবার হার্ডওয়্যার ব্যবসার হাল ধরেন। বাবার মতোয় সুনামের সাথে তিনি ধর্মকুড়া বাজারে হার্ডওয়্যার ব্যবসা করে গেছেন। ব্যবসায়ী হওয়ার সুবাদে পথে প্রান্ত নানান লোকজনের সাথে তার সখ্যতা গড়ে ওঠে।
আলম শেখ (৫৩) মরণকালে স্ত্রী,তিন ছেলে সহ অজস্র গুণগ্রাহী রেখে গেলেন।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি