24bangladeshnews.com
ঢাকাশনিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৫
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন ও আদালত
  5. আন্তর্জাতিক
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. রাজনীতি
  9. সারাদেশ
  10. হ-ব্রেকিং
আজকের সর্বশেষ খবর

ইসলামপুরে মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

বার্তা কক্ষ
সেপ্টেম্বর ১৩, ২০২৫ ৩:৪৩ অপরাহ্ণ
Link Copied!

জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের দায়ের করা মিথ্যা মামলায় হয়রানি ও নির্যাতনের প্রতিবাদে জামালপুরের ইসলামপুর পৌর শহরের ভেঙ্গুরা গ্রামে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ১৩ সেপ্টেম্বর ২০২৫ দুপুরে দক্ষিণ ভেঙ্গুরা গ্রামের ভুক্তভোগী জিয়াউর রহমান তার নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, প্রতিপক্ষ আতাউর রহমান গংরা ষড়যন্ত্রমূলকভাবে দুইটি মিথ্যা মামলা দায়ের করে তাদের পরিবারকে নানাভাবে হয়রানি ও ভয়ভীতি প্রদর্শন করছে। অথচ তাদের সাথে কোনো মারামারি বা সংঘর্ষের ঘটনা ঘটেনি।

সংবাদ সম্মেলনে তিনি আরও অভিযোগ করেন, সম্প্রতি পূর্বপরিকল্পিতভাবে প্রতিপক্ষ আতাউর রহমান আগা ও উজ্জল সরকার গংরা তার বাড়ির আঙিনায় পরিবারের ওপর হামলা চালায়। এসময় অন্তঃসত্ত্বা ছোট বোন শিলাকে লোহার রড দিয়ে আঘাত ও পরে পেটে লাথি মারলে প্রচণ্ড রক্তক্ষরণের মাধ্যমে তার গর্ভপাত ঘটে।

ভুক্তভোগী পরিবার অভিযোগ করে জানায়, ওই ঘটনার পরও প্রতিপক্ষ পুনরায় মিথ্যা মামলা দায়ের করে প্রায় ২০ দিন যাবৎ তার ভাই সাইফুল ইসলাম, মিজান ও এরশাদকে কারাগারে পাঠিয়েছে।

সংবাদ সম্মেলনের মাধ্যমে জিয়াউর রহমানসহ ভুক্তভোগী পরিবার প্রকৃত ঘটনা প্রকাশ ও ন্যায়বিচারের দাবিতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি