24bangladeshnews.com
ঢাকাবুধবার , ৫ মার্চ ২০২৫
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন ও আদালত
  5. আন্তর্জাতিক
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. রাজনীতি
  9. সারাদেশ
  10. হ-ব্রেকিং

পৌরসভার ফুলবাড়িয়া মুন্সিপাড়ায় বাড়ি ভাংচুর ও লুটপাটের দায়ে থানায় অভিযোগ, আটক – ১

বার্তা কক্ষ
মার্চ ৫, ২০২৫ ৩:৫৯ অপরাহ্ণ
Link Copied!

জামালপুর পৌরসভার ফুলবাড়িয়া মুন্সিপাড়া এলাকায় জিন্নাত রেহেনাদের  দখলকৃত জমিতে ভাংচুর ও লুটপাটের ঘটনায় জামালপুর সদর থানায় মামলা হয়েছে।আসামীরা হলেন,ফারুক হোসেন,রাজা মিয়া,ফেরদৌস,রঞ্জু,হাবিব,খন্দকার আবু,মোঃফাহাদ,সম্পা,বিনা,ইতি,মেডিন,নিবির।বুধবার দুপুরে বাদি হয়ে এই মামলা দায়ের করেছেন জিন্নাত রেহেনা।মামলা সুত্র জানায় তাদের মাতৃসুত্রে প্রাপ্ত মুন্সিপাড়া ফুলবাড়িয়া মৌজার সাড়ে সাত শতাংশ জমি যথারিতি বিআরএস রেকর্ড ভুক্ত হয়ে জমা খারিজ সম্পন্ন করেন।পরে এই জমিতে  টিন দিয়ে সীমানা প্রাচীরসহ একটি চালা ঘর নির্মান করে জিন্নাত রেহেনারা বসবাস করছিলেন।ঘটনার দিন বুধবার বেলা ১২টার দিকে আসামীরা দলবল নিয়ে এসে জিন্নাত রেহেনাদের টিনের প্রাচীর চালা ঘর,ঘরের খাট ও আসবাবপত্র কুপিয়ে ভাংচুর করে।এতেও তারা ক্ষান্ত নাহয়ে রেহেনাদের ঘরে থাকা এক লক্ষ টাকা লুট করে নেয় ফারুক হোসেন নেতৃত্বদল।এ ব্যাপারে খন্দকার আবু বলেন,জিন্নাত রেহেনারা আমাদের ফুফাত বোন লাগে,ওদের এই জমি ১৯৮৪ সালে বন্টন নামা করে তারা নিসত্ত্ববান হন। ওহেতুক এলাকার একটি মহল ফায়দা লুটার জন্য আমাদের নিজেদের মধ্যে সমস্যার সৃষ্টি করছে।ভাংচুরকালে আহত হয়েছে  জিন্নাত রেহেনা,বোন খালেদা আক্তার ও আজমীরা আক্তার।আহতরা জামালপুর জেনারেল হাসপাতালে  ভর্তিতাধীন রয়েছে।এ ঘটনায় খন্দকার আবুকে আটক করেছে জামালপুর থানা পুলিশ। জামালপুর সদর থানার ওসি ফয়সল মোঃ আতিক জানান,ঘটনায় মামলা হয়েছে এবং আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি