জেলার সরিষাবাড়ি উপজেলার ভাটারা ইউনিয়নের জয়নগর এলাকার সৌদি প্রবাসী ইমান আলীর সাপলেঞ্জা মৌজার বিআরএস ৪১১নং দাগের ২৬ শতাংশ রোপনকৃত জমি জবর দখল চেষ্টার অভিযোগ পাওয়াগেছে। এই অভিযোগ একই এলাকার মোঃ আজাদ মহুরী নেতৃত্বদলের বিরুদ্ধে।এ ব্যাপারে সরিষাবাড়ি থানায় অভিযোগ হয়েছে। অভিযোগ সুত্র জানায়,বিগত চল্লিশ বছর আগে এলাকার সুখীমন বিবি তার পৈত্তিক সুত্রে প্রাপ্ত হয়ে সাপলেঞ্জা মৌজার ২৬ শতাংশ জমি বিআরএসে রেকর্ডভুক্ত হন।পরে ওই জমি তার ওয়ারিশগণরা ইমান আলীর নিকট বিক্রি করে দেন।এখন তিনি ইমান আলী জমিখানি ডিজিটাল জরিপ সম্পন্ন করেন।
এ ব্যাপারে প্রবাসী ইমান আলী’র স্ত্রী বিউটি বেগম বলেন,আমার স্বামীর ক্রয়কৃত জমিতে এলাকার মোঃ আজাদ মহুরী নেতৃত্বদল রোববার (১৭আগষ্ট) সকাল ১০টার দিকে ৫০/৬০ জন লোক নিয়ে এসে তারা আমন ধানের চারা রোপিত জমি ভেঙ্গে ফেলে তা জবর দখলের চেষ্টা করে।এতে বাঁধা দিতে গেলে আজাদ মহুরী নেতৃত্বদল ক্ষিপ্ত হয়ে প্রবাসী স্ত্রী বিউটি বেগমকে হুমকী দেন।পরে বিউটি বেগম সেখান থেকে বাড়িতে ফেরে মামলার প্রস্তিতি নেন।এ ব্যাপারে আজাদ মহুরী পরিবারের লোকজন বলেন,বিবাদমান জমিটুকু সিএস মালিক সুত্রে প্রাপ্ত হয়ে আমরা আদালতে মামলা দায়ের করি।এ মামলায় এক তরফা রায় আমাদের পক্ষে ডিগ্রি আসলে ওই জমিতে আমরা দখলে যাই।