24bangladeshnews.com
ঢাকারবিবার , ১৩ এপ্রিল ২০২৫
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন ও আদালত
  5. আন্তর্জাতিক
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. রাজনীতি
  9. সারাদেশ
  10. হ-ব্রেকিং

ঝাউরামে প্রবাসী স্ত্রীকে কৌশলে অন্তসত্ত্বা করার অভিযোগ

মন্জুরুল হক
এপ্রিল ১৩, ২০২৫ ৮:২২ অপরাহ্ণ
Link Copied!

জামালপুর সদর উপজেলার মেস্টা ইউনিয়নের ঝাউরাম এলাকার মোগল নামে  প্রবাসী’র স্ত্রী(ছদ্দনাম শরিফা) কে কৌশলে চার মাসের অন্তসত্ত্বা করার অভিযোগ উঠেছে। এই অভিযোগ,ঝাউরাম এলাকার মো.আসাদ মিয়ার ছেলে মো.জাহাঙ্গীরের বিরুদ্ধে।অন্তসত্ত্বা রোগী এখন বাচ্চা নষ্ট করতে গিয়ে  জামালপুর জেনারেল হাসপাতালে এক সপ্তাহ যাবৎ ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।তবে তিনি অন্তসত্ত্বা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। গতকাল শুক্রবার দুপুরে  সরেজমিনে গিয়ে বিষয়টি জানাগেছে।ঘটনাটি গেল সপ্তাহে জামালপুর সদর উপজেলার মেস্টা ইউনিয়নের ঝাউরাম এলাকায় ঘটেছে।অভিযুক্ত জাহাঙ্গীর আলম  বর্তমানে এলাকা থেকে গা ডাকা দিয়েছে বলে জানাগেছে।বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে অন্তসত্ত্বার স্বামী প্রবাসে থাকায় তার স্বাক্ষাতকার নেয়া সম্ভভ হয়নি।তবে তার পরিবাররা জানান,মোগলকে কৌশলে বিদেশ পাঠিয়ে তার স্ত্রীকে এলাকার  জাহাঙ্গীর আলম এহেন কান্ড ঘটিয়েছেন। আমরা এখন এলাকায় মুখ দেখাতে পারছিনা।তারা প্রতারক জাহাঙ্গীরের বিচার চান এলাকাবাসির নিকট। এ ব্যাপারে  অন্তসত্ত্বা মহিলা ঘটনার সম্পর্কে  বলেন,একট ছোট বাচ্চা রয়েছে,এহেন পরিস্থিতিতে সংসার এখন নড়বড়ে তার। এ ঘটনায় এখন পর্যন্ত কোন মামলা হয়নি বলে  জানান,মেস্টা ইউনিয়ন বিএনপি’র সভাপতি মো. আব্দুস সামাদ ছানা ওরফে ছানা মন্ডল।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি