জামালপুরের ইসলামপুরের চাঁদাবাজ মনিরুজ্জামান উরফে আলম চোরের গ্রেফতার করেছে পুলিশ।
কথিত আলম চোর মনিরুজ্জামান বাংলাদেশী কে ১৪ সেপ্টম্বর রবিবার দুপুরে থানা মোড়স্থ নিজ বাড়ী থেকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, মনিরুজ্জামান বাংলাদেশী আলম চোরের বিরুদ্ধে বিভিন্ন থানায় ও আদালতে বেশ কয়েকটি মামলা রয়েছে। জয়পুর হাট আদালতে একটি চেক জালিয়াতি মামলা তাকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে।
অফিসার ইনচার্জ আ স ম আতিকুর রহমান জানান,ব্যবসায়ী ও সাধারণ মানুষদের মান সম্মানকে জিম্মি করে সামাজিক যোগাযোগ মাধ্যম সোস্যাল মিডিয়ায় ভাইরাল করার হুমকি দিয়ে প্রতি নিয়তই চাঁদাবাজী সহ বিভিন্ন অপকর্মের মূল হোতা মনিরুজ্জামানকে জয়পুর হাট আদালতে চেক জালিয়াতি মামলায় তাকে আটক করা হয়েছে। রবিবার বিকালে জামালপুর জেলা জজ আদালতে পাঠানো হয়েছে।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি