আনন্দ র্যালীর মধ্য দিয়ে জামালপুরের ইসলামপুরে পালিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫১তম জন্মাষ্টমী।
শনিবার (১৬ আগস্ট) সকাল থেকে শোভাযাত্রাটি গৌর নিতাই আশ্রম (হরিসভা) মন্দির কমিটির উদ্যোগে আশ্রম প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় আশ্রমে এসে শেষ হয়। এতে বিপুল সংখ্যক সনাতন ধর্মাবলম্বী অংশ নেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গৌর নিতাই আশ্রম (হরিসভা) মন্দির কমিটির সভাপতি বিপুল চন্দ্র দাস, সাধারণ সম্পাদক সুজন কুমার দাসসহ স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা।
সভাপতি বিপুল চন্দ্র দাস বলেন, “দুষ্টের দমন ও সৃষ্টের পালনের জন্য ভগবান শ্রীকৃষ্ণ দ্বাপর যুগে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে আবির্ভূত হন। তিনি শুধু সনাতন ধর্ম নয়, সমগ্র মানবজাতির কল্যাণে কাজ করেছেন। অত্যাচারী কংসের হাত থেকে শান্তিপ্রিয় মানুষদের মুক্ত করতে শ্রীকৃষ্ণ ধরাধামে আবির্ভূত হন এবং পরবর্তীতে কংসকে বিনাশ করেন।”