24bangladeshnews.com
ঢাকারবিবার , ৩১ আগস্ট ২০২৫
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন ও আদালত
  5. আন্তর্জাতিক
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. রাজনীতি
  9. সারাদেশ
  10. হ-ব্রেকিং
আজকের সর্বশেষ খবর

চর বরুল সরকারি প্রাথমিক বিদ্যালয় নয় যেনো ময়লার ভাগাড়

সৈয়দ এনামুর রকিব (ইসলামপুর) জামালপুর
আগস্ট ৩১, ২০২৫ ১:১০ অপরাহ্ণ
Link Copied!

জামালপুরের ইসলামপুর উপজেলার বেলগাছা ইউনিয়নের ১০নং চর বরুল সরকারি প্রাথমিক বিদ্যালয় সীমাহীন অনিয়ম,অব্যবস্থাপনা ও দুর্নীতিতে নিমজ্জিত এবং দেখে মনে হয়  যেনো ময়লার ভাগাড়। বিদ্যালয়ের মাঠজুড়ে  পড়ে আছে আবর্জনা, নোংরা পানি আর আগাছার জঙ্গল।শ্রেণীকক্ষে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ছাগলের বিষ্ঠা,ধুলোবালি  ফলে শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ তো দূরের কথা, বিদ্যালয়ে আসতেই অনীহা প্রকাশ করছে।


গত সোমবার ২৫ আগষ্ট, ২০২৫ সরেজমিনে দুপুর ১ পর্যন্ত প্রধান শিক্ষক মোঃ রমজান আলীসহ কোন শিক্ষক -শিক্ষিকাদের পাওয়া যায়নি। ১৩৪ জন শিক্ষার্থীদের মধ্যে প্রাক প্রাথমিকের ৩ জন,২য় শ্রেণীর ১ জন ও তৃতীয় শ্রেণীর ১ জন শিক্ষার্থী আর পাঠদান করছেন আবুল কালাম নামের  দলীয় পদধারী জনৈক ব্যাক্তি। , অনেক দিন ধরেই শিক্ষকরা নিয়মিত উপস্থিত হন না। শিক্ষকের অনুপস্থিতি এখানে নিত্যদিনের ঘটনা। অভিযোগ রয়েছে—নিয়মিত শিক্ষকদের জায়গায় প্রক্সি শিক্ষক বসিয়ে দায়িত্ব এড়িয়ে যাচ্ছেন সংশ্লিষ্টরা। এতে পাঠদানের মান ভীষণভাবে নেমে গেছে।


অভিভাবকরা জানিয়েছেন, বিদ্যালয়ে গিয়ে তারা সন্তানদের সঠিকভাবে ক্লাস করতে দেখেন না। অধিকাংশ সময়ই ক্লাসে কোনো শিক্ষক থাকেন না। শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি অনাগ্রহ তৈরি হয়েছে, অনেকে ঝরে পড়ার ঝুঁকিতে পড়ছে। স্থানীয়দের মতে, চরাঞ্চলের এই বিদ্যালয় একসময় আশপাশের শিক্ষার্থীদের পড়াশোনার অন্যতম কেন্দ্র ছিল ও কচিকাঁচাদের কলরবে মুখরিত থাকত । কিন্তু এখন এটি ধীরে ধীরে বিলুপ্তির পথে যাচ্ছে। শিক্ষকের গাফিলতি, সঠিক তদারকির অভাব এবং বিদ্যালয় চত্বরকে পরিষ্কার-পরিচ্ছন্ন না রাখার কারণে পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে।এ ব্যাপারে স্থানীয় সচেতন মহল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তারা বলেন, যদি এখনই বিদ্যালয়কে বাঁচাতে উদ্যোগ নেওয়া না হয়, তবে সরকারি এই প্রাথমিক প্রতিষ্ঠান অচিরেই অকার্যকর হয়ে পড়বে।


এবিষয়ে উপজেলা শিক্ষা অফিসার জাহানারা খাতুন বলেন, ইতিমধ্যে প্রধান শিক্ষকের বিরুদ্ধে শোকজ লেখা হয়েছে এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি