24bangladeshnews.com
ঢাকাসোমবার , ১২ আগস্ট ২০২৪
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন ও আদালত
  5. আন্তর্জাতিক
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. রাজনীতি
  9. সারাদেশ
  10. হ-ব্রেকিং
আজকের সর্বশেষ খবর

পদত্যাগ করেননি উপাচার্য, কুশপুতুল দাহ করলেন শিক্ষার্থীরা

বার্তা কক্ষ
আগস্ট ১২, ২০২৪ ১০:২২ অপরাহ্ণ
Link Copied!

আলটিমেটাম ও অবাঞ্ছিত ঘোষণার পরও পদত্যাগ না করায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. দিদার-উল-আলম, উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল বাকী ও রেজিস্ট্রার মো. জসিম উদ্দীনের কুশপুতুল দাহ করে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা।

সোমবার (১২ আগস্ট) দুপুরে বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর প্রদক্ষিণ করে ভিসি বাংলোর দিকে যায়। পরবর্তীতে প্রশাসনিক ভবনের সামনে বিভিন্ন ব্যাঙ্গাত্মক স্লোগানে উপাচার্য, উপ-উপাচার্য ও রেজিস্ট্রারের কুশপুতুল দাহ করেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানান, যেখানে পুরো দেশের প্রায় সকল বিশ্ববিদ্যালয়ের কর্তাব্যক্তিরা শিক্ষার্থীদের দাবির মুখে পদত্যাগ করছেন. সেখানে আমাদের বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রো-ভিসি ও রেজিস্ট্রার এখনো পদত্যাগ না করায় নির্লজ্জতার প্রমাণ দিচ্ছেন। উনাদের ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক বণি ইয়ামিন ঢাকা পোস্টকে বলেন, ভিসি, প্রো-ভিসি ও রেজিস্ট্রারের পদত্যাগের দাবিতে ইতোমধ্যে আমরা বিভিন্ন কর্মসূচি পালন করেছি। আজ তাদের কুশপুতুল দাহ ও বিক্ষোভ সমাবেশ করেছি। উনারা অনেকদিন যাবৎ ক্যাম্পাসে আসেন না। উনারা যদি আমাদের বর্তমান কর্মসূচির পরও পদত্যাগ না করেন আমরা আরও কঠোর হব।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি