24bangladeshnews.com
ঢাকাবুধবার , ৫ মার্চ ২০২৫
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন ও আদালত
  5. আন্তর্জাতিক
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. রাজনীতি
  9. সারাদেশ
  10. হ-ব্রেকিং

শিক্ষার্থীদের হাতে আটকের পর প্রক্টর অফিস থেকে ছাড়া পেলেন জবি শিক্ষক

বার্তা কক্ষ
মার্চ ৫, ২০২৫ ১১:০০ অপরাহ্ণ
Link Copied!

মামলা থেকে অব্যাহতি চেয়ে আবেদনপত্র দিতে এসে শিক্ষার্থীদের হাতে আটক হওয়ার দুই ঘণ্টার পরে ছাড়া পেয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বাংলা বিভাগের অধ্যাপক মিল্টন বিশ্বাস।

বুধবার বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণ থেকে মিল্টন বিশ্বাসকে আটক করে প্রক্টর অফিসে নিয়ে যান শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও ইসলামি স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. রইছ উদদীনের কাছে মামলা থেকে অব্যাহতি চেয়ে আবেদনপত্র জমা দিতে আসেন তিনি।

প্রত্যক্ষদর্শী ও আটককারী শিক্ষার্থীদের সূত্রে জানা যায়, চব্বিশের ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় অধ্যাপক মিল্টন বিশ্বাসের নামে দুইটি মামলা রয়েছে। এ মামলা থেকে অব্যাহতি চেয়ে তিনি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নিকট একটি চিঠি নিয়ে আসেন। এ সময় তার সঙ্গে ছিলেন তার আত্মীয় পরিচয় দেয়া সুশান্ত বিশ্বাস নামে এক ব্যক্তি। তিনি নিজেকে ছাত্রদল নেতা বলে পরিচয় দেন। তবে ছাত্রদলে তার কোনো পদ-পদবি নেই বলে জানা গেছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি