জামালপুর সদর উপজেলার হাজিপুর স্পোটিং ক্লাবের আয়োজিত শর্টপিচ ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার রাতে হাজিপুর আলহাজ জয়নুল আবেদীন দাখিল মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে খেলার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন,জেলা বিএনপি’র সাধারন সম্পাদক এড.শাহ্ মো.ওয়ারেছ আলী মামুন।খেলার উদ্বোধক ছিলেন,জেলা মৎস্যজীবী দলের মো. আব্দুল হালিম। খেলায় মো. ছানোয়ার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন,ইউনিয়ন বিএনপি’র সভাপতি আব্দুস সামাদ ছানা,সাধারন সম্পাদক মুহাম্মদ আব্দুল্লাহ মাস্টার,সাংগঠনিক সম্পাদক মো.জহুরুল ইসলাম,কৃষকদলের সভাপতি মো.আক্তারুজ্জামান ও সাবেক যুবদল সভাপতি সরোয়ার তালুকদার প্রমুখ।পরে বিজয়ী দলের মধ্যে ক্রেষ্ট ও ট্রপি প্রদান করা হয়।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি