নানা আয়োজনে বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপন করবে মহানগর সার্বজনীন পূজা কমিটি। এ উপলক্ষে সোমবার (১৪ এপ্রিল) ও মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকেশ্বরী জাতীয় মন্দির ও মেলাঙ্গনে ধর্মীয় অনুষ্ঠান, পূজা-পার্বন, মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
রোববার (১৩ এপ্রিল) পূজা কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেব এবং সাধারণ সম্পাদক ড. তাপস চন্দ্র পাল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সোমবার সকাল ৮টায় ড. তাপসী ঘোষের পরিচালনায় এবং বিশিষ্ট সংগীত শিল্পীদের অংশগ্রহণে সংগীতানুষ্ঠান হবে। অনুষ্ঠানে হিন্দু সম্প্রদায়ের হাজার হাজার ভক্ত ও পুণ্যার্থীদের আগমন ঘটবে বলে পূজা কমিটির বিজ্ঞপ্তিতে প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি