24bangladeshnews.com
ঢাকারবিবার , ৬ এপ্রিল ২০২৫
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন ও আদালত
  5. আন্তর্জাতিক
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. রাজনীতি
  9. সারাদেশ
  10. হ-ব্রেকিং

৩২ বছর পর ফের শুরু মাগুন মিয়ার হাট

বার্তা কক্ষ
এপ্রিল ৬, ২০২৫ ৬:০৪ অপরাহ্ণ
Link Copied!

এক দুই বছর নয়,দীর্ঘ ৩২বছর পর! জামালপুর জেলার ইসলামপুর কুলকান্দি ইউনিয়নের ঐতিহ্যবাহী মাগুন মিয়ার হাট শুরু হয়েছে। বহুবছর কেটে গেলেও হারানো হাটটির কেউ খোঁজ রাখেনি! দিন দিন হারিয়ে যাচ্ছিল হাটটি।
হারানো হাটটি এবার ফিরে পেয়েছে নতুন প্রাণ।
গেল রমজান মাসে ২৭ তারিখে,কুলকান্দি মাগুন মিয়ার হাটটি ফের যাত্রা শুরু করে। আনুষ্ঠানিকভাবে হারানো হাটটি চালু হওয়ায় ক্রেতা ও বিক্রেতার সমাগম বেড়েছে। প্রতি রবিবার ও বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে শুরু হাটের কার্যক্রম: চলে দিনব্যাপী। মাগুন মিয়ার হাট শুরুর পর থেকে দূর দূরান্ত থেকে বিক্রেতারা নিত্যপ্রয়োজনীয় পণ্য সামগ্রী হাটে আনছেন; ক্রেতারাও দরকষাকষি করে পণ্য সামগ্রী ক্রয় করে হাসিমুখে বাড়ি ফিরছেন।

জানিয়ে রাখা প্রয়োজন: ইসলামপুর উপজেলার কুলকান্দি ইউনিয়নটি নদী বিধ্বস্ত। যমুনার কড়াল গ্রাসে বারবার ভাঙ্গে ও গড়ে ইউনিয়নটি। এখানকার মানুষরা দীর্ঘদিন থেকে কৃষিকে আঁকড়ে ধরে বেঁচে আছে। নদী বিধ্বস্ত চর এলাকার মানুষ হাড়ভাঙা পরিশ্রম করে ফসল ফলিয়ে বিক্রি করে হাটে। সেই ফসল বিক্রির অর্থে চলে তাদের সংসার। দীর্ঘদিন মাগুন মিয়ার হাটটি বন্ধ থাকায় বিপাকে পড়েছিল ঐ ইউনিয়নের জনগণ। শুধু ঐ ইউনিয়ন জনগণ না! উপজেলার জনগণের কাছে মাগুন মিয়ার হাটটি অতি পরিচিত ছিলো। এখানকার হাটটির কথা লোকমুখে এখনো চাওর আছে। এর বিশেষত্ব: এ হাটে ক্রেতা ও বিক্রেতারা দরকষাকষি করে পণ্য সামগ্রী ক্রয় করে, সম্পূর্ণ দালাল মুক্ত সেবা প্রদান করে হাট কমিটি। সরেজমিনে গিয়ে দেখা যায়: মাগুন মিয়ার হাট কমিটির ইজারাদার মোঃ ইসমাইল হোসেন নানা প্রান্ত থেকে ফসল বিক্রির আসা কৃষকদের মাথা থেকে ফসল নামিয়ে দিচ্ছেন। এছাড়াও কৃষক হাটে কোথায় বসবেন তার জায়গাও তিনি নির্ধারণ করে দিচ্ছেন।
একাধিক ক্রেতা ও বিক্রেতা বলেন: মাগুন মিয়ার হাটটি দীর্ঘদিন বন্ধ থাকায় আমরা বিপাকে পড়েছিলাম। হাটটি পুনরায় চালু হওয়ায় এখন আমরা স্বস্তি পাচ্ছি। প্রতি রবিবার ও বৃহস্পতিবার আমরা আমাদের উৎপাদিত ফসল কুলকান্দি মাগুন মিয়ার হাটে ন্যায্য মূল্যে বিক্রি করছি।

এ বিষয়ে কুলকন্দি মাগুন মিয়া হাটের ইজারাদার মোঃ ইসমাইল হোসেন এই প্রতিবেদকে জানান: নানা প্রান্ত থেকে আসা ক্রেতা ও বিক্রেতাদের কথা মাথায় রেখেয় আমরা হাটটি পরিচালনা করছি ।আপনারা নির্ধিদ্বায় এ হাটে আসতে পারেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি