জামালপুর সদর উপজেলার তিতপল্লা ইউনিয়নের চর্শী শেখপাড়া এলাকার তামছেন আলীর ছেলে মো. রাসেলে মিয়ার বাড়ি ভাংচুর ও বেদখলে নেয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি রোববার সকাল ৮ টার দিকে ঘটেছে। বিষয়টি নিয়ে ওই দিন
রাসেল মিয়া বাদি হয়ে নারায়নপুর পুলিশ তদন্ত কেন্দ্রে অভিযোগ করেছে। অভিযুক্তরা হলেন,চরশী শেখপাড়া এলাকার আব্দুর রাজ্জাক,মান্নান,মাসুম ও মুছা নেতৃত্বদল।
৪ শতাংশের বাড়ীর জমি নিয়ে ঘটনাটি ঘটেছে বলে জানান এলাকাবাসি।
নারায়নপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এস আই কামাল তার সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।ভোক্তভোগি রাসেল মিয়া বলেন, চার শতাংশ জমি নিয়ে ঘটনায় রোববার সকাল ৮ টার দিকে রাজ্জাক ও মুছা নেতৃত্বদল আমার টিন শেটের বাড়ি ভাংচুর করে আমার জমি খানি বেদখল নেন তারা,এ ব্যাপারে আমি আইনের আশ্রয় নিয়েছি।আইন শৃঙ্খলা বাহিনীর কাছে তিনি রাসেল মিয়া সঠিক বিচার চান।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি